সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত পটকা মাছ খেয়ে দুই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭ জন।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মাঝে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে, সোমবার রাতে পটকা মাছ খাওয়ার পর মাছের বিষক্রিয়ায় দুই পরিবারের ১২ জন অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে একজনের মৃত্যু হয়। সর্বশেষ সন্ধ্যা পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৭ জন।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৬/মাহবুব