ঘনকুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সকাল পৌনে ৯টায় ফেরি চলাচল শুরু হয়।
দৌলতদিয়া ফেরি ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৭টার দিকে ঘনকুয়াশায় নৌরুটের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুই ঘণ্টা পর কুয়াশা কেটে যাওয়ায় যথারীতি ফেরি চলাচল শুরু হয়।
এদিকে ফেরি পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাটের উভয় পাশে শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে অপেক্ষমাণ গাড়ির সংখ্যা কমছে।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৬/হিমেল