নেত্রকোনার কেন্দুয়ায় ৭ম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক ইভটিজার অটো চালককে ছয় মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট মোতাহসিমুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যার পর দলপা ইউনিয়নে এ সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত অটো চালক একই উপজেলার রামনগর গ্রামের জাহিদ মিয়ার ছেলে টিপন মিয়া (১৯)।
কেন্দুয়া থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম জানান, দলপা ইউনিয়নের জল্লী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে গত মঙ্গলবার স্কুল শেষে ফেরার পথে বিকালে স্কুলের সন্নিকটে অটো চালক টিপন মিয়া উত্যক্ত করতে থাকে। এসময় এলাকাবাসী দেখে টিপনকে আটক করে রাখে। পরে কেন্দুয়া থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাকে পুলিশে সোপর্দ করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাহসিমুল ইসলামের নের্তত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসে। অভিযোগের প্রেক্ষিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হলে টিপন মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৬/হিমেল