পাবনার সদ্য সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নুর এক ভোট পাওয়া নিয়ে আলোচনা থামছে না। বিষয়টি পুরো জেলায় মূল আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এম সাইদুল হক চুন্নু। কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একমাত্র ভোটটি পেয়েছেন তিনি।
ফলাফল প্রকাশের পর পাবনায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পাবনা জেলা ১৪ দলের সদস্য সচিব ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন বলেন, এক ভোট প্রাপ্তি তার কর্মের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে ১৫টি কেন্দ্রে মোট ভোট সংখ্যা ছিল এক হাজার ১০৪। পাবনা জেলা পরিষদ নির্বাচনে মোট চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম ৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হন।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন ৩০৮ ভোট পেয়েছেন। অপর প্রার্থী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও ভূমি মন্ত্রীর মেয়ে মাহজেবিন শিরিন পিয়া ১২৭ ভোট পেয়েছেন।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা