গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষীত নারী সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়ায় নব-নির্বাচিত গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের নেতৃত্বে জাতির জনকের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, জেলা পরিষদ সদস্য শেখ সাহাবুদ্দিন হিটু, রিয়াজ রহমানসহ সকল পুরুষ সদস্য পাঁচটি সংরক্ষিত নারী আসনের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার