বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম জীবন নেছা (৫৫)। বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর মুরইল বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় নওগাঁগামী ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন।
অপরদিকে একই সড়কের বিবিরপুকুর বাজারের সামনে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা