বেনাপোলের আমগড়াখালি এলাকা থেকে ছয় কোটি টাকা মূল্যের ২০ ট্রাক ভারতীয় পান জব্দ করেছে বিজিবি। বুধবার দিবাগত রাতে জেলার আমড়া খালি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পানভর্তি এসব ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তকে জব্দ করা পান যশোর শুল্ক গুদামে জমা দেওয়া হযেছে।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাংগীর হোসেন বলেন, "ভারত থেকে বিপুল পরিমাণ পান বেনাপোল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে ২৬ বিজিবির একটি বিশেষ দল বেনাপোলের আমড়াখালি এলাকায় অভিযান চালায়। এ সময় ২০ ট্রাক ভারতীয় পান জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার