বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজের দুই ছাত্রকে মারধরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্যদের আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে কলেজ একামেডিমক কাউন্সিল। এদিকে ওই ঘটনার পর শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও মাঝ গেটে তালা আটকে রাখায় রোগীদের দুর্ভোগের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা জানান, আজ বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় ওই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যদের আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তবে কমিটির কোন সদস্যের নাম জানাতে অপরাগতা প্রকাশ করেন অধ্যক্ষ।
কলেজের ঘটনায় রোগীদের জিম্মি করার বিষয়ে মেডিকেলের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তারপরও তারা রোগীদের জিম্মি করে আন্দোলন করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার