রংপুরের বদরগঞ্জে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে রনি (২৮) নামে মাদকাসক্ত এক যুবক। আজ সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে উপজেলার রামনাথপুর ইউপির পাঁচতেপোতি ইন্ডিয়াপাড়ায়।
রামনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, বুধবার রাতে ঘটনাটি ঘটার পর আমরা রনিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার