সিরাজগঞ্জের মহাসড়কে আলু বোঝাই ট্রাক খাদে পড়ে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে আরও এক ব্যবসায়ী আহত হয়েছেন। আজ সন্ধ্যার আগে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক জামিল হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আলু বোঝাই ট্রাকটি কড্ডার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের উপরে থাকা তিন ব্যবসায়ী আলুর বস্তার নিচে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার