সিরাজগঞ্জের বেলকুচিতে চুরি যাওয়ার পাঁচদিন পর মাধ্যমিক শিক্ষাবোর্ডের নতুন বই উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে বাসস্টান্ড এলাকায় ভাঙ্গারী মালামাল ব্যবসায়ী নুরুল ইসলামের গোডাউন থেকে চুরি যাওয়া প্রায় ১১শ বইয়ের মধ্যে ২শ বই উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃরা হলো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলার চালা আদালতপাড়া এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে কাউছার মিয়া (৩০), জিধুরী গ্রামের মৃত গফুর আলীর ছেলে রেজাউল করিম গিয়াস (২৮) ও চালা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (২৯)।
বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বুধবার রাতে বই চুরির ঘটনার সাথে জড়িত কাউছার ও রেজাউলকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আজ দুপুরে ভাঙ্গারি মালের ব্যবসায়ী ও বই চুরির সাথে জড়িত নুরুল ইসলামকে আটক করা হয়। এসময় তার গোডাউন থেকে দুই শতাধিক বই উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া বাকি বইগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে উপজেলা শিক্ষা অফিসের গোডাউনের জানালা ভেঙ্গে মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৮ম ও ৯ম শ্রেণির ১ হাজার ১শ’ নতুন বই চুরি হয়ে যায়। এঘটনায় বেলকুচি থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার