লামায় বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের যুব-সমাবেশ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লামা জেলা পরিষদ গেস্টহাউজ হলরুমে সকালে যুব সমাবেশ ও বিকালে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিনের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ শফিকুর রহমান। যুবলীগ সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহর যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লীপদ দাস, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যাসাপ্রু মার্মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও ফাতেমা পারুল, জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ হোসাইনসহ জেলা, উপজেলা ও তৃণমুলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ