উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ১১৯ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।
আজ বৃহস্পতিবার ভোরে উখিয়ার ৩টি পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হয় বলে জানায়।
বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করতে চাওয়া ১১৯ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে ৩৮ জন নারী, ৬৫ জন শিশু ও ১৬ জন পুরুষ রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ