প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী ২০১৬ এর ফলাফলে বাগেরহাটের মোরেলগঞ্জে ৩১৩জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি অকৃকার্য হয়েছেন ১শ’ ১৯জন শিক্ষার্থী। এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় থেকে ৫হাজার ৩শ’ ২১জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছন ২৯৭জন। অকৃতকার্য হয়েছেন ৪০জন। পাশের হার প্রায় শতভাগ।
এদিকে এবতেদায়ী থেকে পরীক্ষায় অংশ নেন ৮৭৬জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১৬ জন। অকৃতকার্য হয়েছেন ৭৯জন।
ফলাফলের দিক দিয়ে মোরেলগঞ্জ উপজেলায় প্রথম অবস্থানে রয়েছে জে.কে একাডেমী। এই বেসরকারী বিদ্যালয়টি থেকে মোট ২০জন পরীক্ষায় অংশ নিয়ে ১৫ জন পেয়েছেনজিপিএ-৫। ২য় অবস্থানে রয়েছে মনোয়ারা বেগম মহিলা দাখিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ১৫ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে ৯জন পেয়েছে জিপিএ-৫। দি লাইসিয়াম একাডেমী থেকে পরীক্ষায় অংশ নেন ৩৪জন। এরমধ্যে ১৭ জন পেয়েছে জিপিএ-৫। মোরেলগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৬০জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২০ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আজ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। উপজেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, শিক্ষক নেতা কামরুজ্জামান বাবলু, এনছান উদ্দিন, মো. হারুন অর রশিদ, তালুকদার ওমর ফারুক, রবীন্দ্রনাথ বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষা অফিসার এ সময় বলেন, গেল বছরের চেয়ে এ বছর প্রাথমিকের ফলাফল অনেক ভালো। শিক্ষার গুণগত মানও বেড়েছে। গেল বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা দ্বিগুণ বলেও শিক্ষা অফিসার জানান।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ