জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠান। রাজশাহীর ৮ জেলার মধ্যে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে এবার মোট জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৪৪ জন পরীক্ষার্থী। অপরদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) জেলার ১২ উপজেলা থেকে মোট জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৮শ’ ৫০ জন।
জেলা ও প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, এবার জেএসসিতে বগুড়া থেকে অংশ নিয়েছিলো মোট ৩৭ হাজার ২শ’ ৫৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে বালক ছিলো ১৮ হাজার ৪শ’৯০ এবং বালিকা ১৮ হাজার ৭শ’৬৮ জন। তবে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ছেলেদের পাশের হার ৯৭ দশমিক ৯০ আর মেয়েদের পাশের হার ৯৮ দশমিক ২৬। রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে জেএসসিতে জিপিএ ৫ প্রাপ্তিতে বগুড়ার পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী। রাজশাহী জেলা থেকে এবার ৩৬ হাজার ৩শ’৭৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ২শ’ ৮ জন। অপর দিকে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় বগুড়ার মোট ৫৭ হাজার ৫শ’ ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮শ’ ৫০ জন। পিএসসি’তে জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছে বগুড়া সদর থেকে ২ হাজার ১শ’ ৯৯ জন। প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় বগুড়ায় পাশের হার ৯৮ দশমিক ৬৮। অন্যদিকে বগুড়া এবার জেএসসি ও পিএসি উভয় পরীক্ষাতেই শহরের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বগুড়া জিলা ¯কুল থেকে এবার জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ২৪২, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ২৯৪, বিয়াম স্কুল এন্ড কলেজ থেকে ৩৬০,আর্মড ব্যাটালিয়ন স্কুল ও কলেজে ২৭৩, বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৬৬, ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে ২৩১ জন জিপিএ ৫ পেয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ