নেত্রকোনায় বাল্য বিবাহ নিরোধ আইনে ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা পৌর শহরের সাতপাই কালিবাড়ি এলাকায় একটি বাল্য বিয়ে বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী। এতে বাল্য বিয়ে থেকে উদ্ধার পায় নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থী।
জানা গেছে, শহরের সাতপাই নিবাসী হেলাল শেখের ৮ম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ে দেয়ার আয়োজন হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পূর্ব থেকে তৈরি থাকা বর মদন উপজেলার ইসাক মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২২)কে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঘটনাস্থলেই জরিমানা করা হয়। সেই সাথে বিয়ের আয়োজন ও সহযোগিতা করার দায়ের মেযের বাবা, মা, বোন ও ছেলের মা এবং ভাই তাদের প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। তাদেরকে বাল্য বিয়ে দিতে এবং নিতে মেয়ের বয়স ১৮ পর্যন্ত অপেক্ষা করার অঙ্গীকারনামায় স্বাক্ষর নিয়ে বাল্য বিবাহটি বন্ধ করা হয়। এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগমসহ মডেল থানার পুলিশ ও মহিলাবিষয়ক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ