কুমিল্লার দেদ্বিার ও ব্রাহ্মণপাড়া উপজেলার ৫টি গ্রামে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত হয়েছেন। তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আতংকে লোকজন লাঠি হাতে পাহারা দিচ্ছেন।
দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও মুগাসাইর গ্রামের জামাল হোসেন জানান, সন্ধ্যার দিকে ফতেহাবাদ গ্রামে একটি কালো রঙের পাগলা কুকুর এসে তাড়া করে ফতেহাবাদ গ্রামের রশিদ ডাক্তার, মুজিব মিয়াসহ ১০/১২জনকে কামড়ে দেয়। এরপরে সুবিল গ্রামে ৪ জন, মুগাইসর গ্রামে ১০ জন এবং পাশের ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের ৫ জনকে কামড় দেয়। আহতদের দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাদেক মিয়া বলেন, কুকুরের কামড়ে আহত ৫ জনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়েছে। এখানে কুকুরের ভ্যাকসিন নেই। তারা কুমিল্লা সদরে চিকিৎসার জন্য গিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার