পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ভারতে পাচার হওয়া সাত বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। আজ বিকেলে ৩টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত দেওয়া হয়। তারা হলো, রকিব (১৬), নাসির খান (১৫), দিদার মোল্লা (১৪), রাশিপ মিয়া (১৬), সোহেল রানা (১৫), লাভলী খাতুন (১৬) ও মারুফা বেগম (১৭)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার