বগুড়ার গাবতলী পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর সদরের পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মেয়র সাইফুল গাবতলী পশ্চিমপাড়া গ্রামের মৃত মোজাম আকন্দের ছেলে।
বগুড়ার গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে থানা ভাঙচুরের পৃথক দু’টি মামলার ওয়ারেন্ট ছিল। বৃহস্পতিবার সাইফুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মেয়র সাইফুলকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষনিকভাবে পৌর সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ