পিরোজপুর প্রেস ক্লাব নির্বাচনে শফিউল হক মিঠু (জনকণ্ঠ) সভাপতি ও ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত নির্বাচনে দুটি প্যনেল অংশ নেয়।
সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া কার্যকরী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের তানভীর আহমেদ। কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদ, সাহিত্য সাংস্কৃতিক সাম্পাদক কুমার শুভ রায়, মাহামুদুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাসুদ, তথ্য সম্পাদক হাসিবুল ইসলাম হাসান নির্বাচিত হয়েছে। নির্বাচনে ৫২ জন ভোটারের মধ্যে ৫০ জন ভোট প্রদান করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ