বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। আহত যুবকের নাম উত্তম (২৫)। সে মোবাইল পয়েন্ট নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাকরি করেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তার ওপর এ হামলা চালানো হয়। বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উত্তম মোবাইল পয়েন্ট নামে ডিলার প্রতিষ্ঠানের সেলস রিপ্রেসেন্টিভ হিসেবে কাজ করেন । ফলপট্টি এলাকার রুপা মোবাইল নামের দোকানে এসে কর্মচারীদের সাথে কথা বলার একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। এসময় আঘাত করে উত্তমের মাথা ফাটিয়ে ফেলা হয়। এরপর মোবাইল পয়েন্টর লোকজন এসে রুপা মোবাইল নামক ওই দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মামুন বলেন, "উত্তমকে বাঁচাতে গিয়ে স্থানীয়রা হামলার শিকার হলে পাল্টা হামলার শিকার হয় রুপা মোবাইলে দায়িত্বরতরা। পরে মিজান, হুসাইন ও হান্নান নামে ওই দোকানের তিনজনকে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৪