গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রেলওয়ে পুলিশ ওই লাশটি উদ্ধার করে।
নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। পরণে কালো জিন্স প্যান্ট রয়েছে।
জয়দেবপুর জংশন ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের ধীরাশ্রম এলাকায় অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, আজ ভোরে কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম