বিরোধপূর্ণ জমিতে দোকান ঘর নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারে যুবলীগের দুই গ্রুপের কর্মীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে যুবলীগের ৫ কর্মী আহত হয়েছে। রবিবার দুপুরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে গুরুতর আহত যুবলীগ কর্মী ছালাম ফকিরকে বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কটকস্থল গ্রামের যুবলীগ কর্মী আল-মাদানী শিকদারের পক্ষ অবলম্বন করে স্থানীয় যুবলীগের কর্মী মামুন প্যাদার নেতৃত্বে শনিবার সকালে বার্থী বাজারে বিরোধপূর্ণ জমিতে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করা হয়। এ ঘটনায় আত্মীয়ের পক্ষ নিয়ে তাঁরাকুপি গ্রামের যুবলীগের কর্মী ছালাম ফকির দোকান ঘর নির্মানে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মামুন প্যাদা রবিবার সকালে ছালাম ফকিরকে বার্থী বাজারে পেয়ে মারধর করে। এর জের ধরে দুপুরে ছালাম ফকিরের নেতৃত্বে যুবলীগের ৮-১০ কর্মী বার্থী বাসস্ট্যান্ড এলাকায় পাল্টা হামলা চালিয়ে মামুন প্যাদাকে মারধর করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী ছালাম ফকির, সোহাগ ফকির, মামুন প্যাদাসহ যুবলীগের ৫ কর্মী আহত হয়। গুরুতর জখম অবস্থায় যুবলীগ কর্মী ছালাম ফকিরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার ওসি মো. আলাউদ্দিন জানান, হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ