শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উত্তেজনাকে কেন্দ্র করে সভা শেষে অতিরিক্ত পুুলিশ প্রহরায় জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করলেন সভার উপদেষ্টা সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক।
সভা সূত্রে জানা যায়, শেরপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সদর আসনের সাংসদ সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক সদ্য শেষ হওয়া জেলা পরিষদ নির্বাচন পরবর্তী নানা সহিংসতা ও দলীয় নেতাদের ভয়ভীতির ঘটনা উল্লেখ করে বক্তব্য রাখেন। এসময় হুইপ আতিকের ওই বক্তব্যের প্রতিবাদ জানান সদর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন ছানু। এতে সভায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লে সভা কক্ষের বাইরে এর প্রভাব পড়ে এবং হুইপ আতিকের পক্ষের নেতা-কর্মীরা ডিসি গেইটের বাইরে অবস্থান নেয়। এসময় হুইপ বিরোধীরাও সংগঠিত হতে থাকে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতর ও বাইরে অতিরিক্ত ডিবি পুলিশসহ পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় সভা শেষে অতিরিক্ত পুলিশ প্রহরায় হুইপ আতিউর রহমান আতিক বেরিয়ে যান।
আইন শৃঙ্খলা কমিটি সদস্য ও উপজেলা চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু হুইপ আতিকের ওই বক্তব্য এবং বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়টির সত্যতা স্বীকার করেন।
তবে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম জানান, আইন শৃঙ্খলা কমিটির সভায় কোন উত্তেজনা হয়নি। সম্প্রতি এমপি লিটন হত্যাকান্ডের পর থেকে সারাদেশে এমনিতেই এমপি-মন্ত্রীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনের পর আজ ছিল প্রথম জেলা আইন শৃংখলা কমিটির সভা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ