সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষে আবু মোতালেব (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিক্সা চালক ঘোড়াচড়া এলাকার শফিকুল ইসলামসহ আরও চার যাত্রী আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বেজগাতী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বাগবাটী গ্রামের আব্দুল গনি সেখের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক চাঁদ আলী জানান, সিরাজগঞ্জ থেকে পিপুলবাড়ীয়াগামী যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাটিকে পেছন থেকে মাটিবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোর যাত্রী মোতালেব মারা যান।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৭/ফারজানা