বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৭। সোমবার সকাল সাড়ে ১০টায় একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এরপর আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহ্-ই-আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মো. আশীক ইয়ামীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ শোভাযাত্রায় অংশ নেন।
পৌরসভার অধীন সরকারি বালিকা বিদ্যালয় ও এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরাও শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক আলোচনা সভা।
উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ উন্নয়ন মেলায় পরিবার পরিকল্পনা দফতর, মৎস্য, কৃষি, জনস্বাস্থ্য, সমাজসেবা, মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মহিলা বিষয়ক অধিদফতর, ভূমি অফিস, উপজেলা পরিষদ, বিআরডিবি, পরিসংখ্যান, ভ্যাট ও আয়কর, সড়ক ও জনপথ অধিদফতরসহ ৩৪ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্টল নিয়ে বসেছে। স্টলগুলোয় আওয়ামী লীগ সরকারের আমলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী চলছে।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৭/ফারজানা