'উন্নয়নের জন্য গণতন্ত্র- শেখ হাসিনার মূলমন্ত্র' এ প্রতিপাদ্যকে ধারণ করে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী 'উন্নয়ন মেলা- ২০১৭' শুরু হয়েছে। সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যেই এ মেলার আয়োজন।
সোমবার সকালে বর্ণাঢ্য র্যালি আয়োজনের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। পরে তা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মেলা প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মেলায় জেলা পর্যায়ের সরকারি দফতরগুলোর উন্নয়ন কর্মকাণ্ড মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরতে অর্ধশতাধিক স্টল অংশ নেয়। দুপুর তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৭/ফারজানা