‘গভীর রাতে ঘুম থেকে জেগে চোখ খুলেই দেখতে পাই স্বামীর ঝুলন্ত দেহ। গলায় ফাঁস লাগানো অবস্থায় সে ঝুলে আছে আমার শরীর স্পর্শ করে। কিন্তু কখন সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা জানি না’। অনেকটা স্বাভাবিকভাবেই এই কথাগুলো থানা পুলিশ ও স্থানীয়দের কাছে বলছিলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পূর্বসরালীয়া গ্রামের ২ সন্তানের জননী শ্যামলী বেগম(২৫)।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে ঘুম থেকে জেগে তিনি দেখতে পান যে, তার স্বামী শুকুর আলী মুসুল্লী(৩৪) আত্মহত্যা করেছেন। এ সময় শ্যামলী বেগম চিৎকার দিয়ে জড়ো করেন আশপাশের লোকজনদের। খবর পেয়ে আজ সোমবার বেলা ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে নিয়ে যায় যায় পুলিশ।
স্থনায়ীদের মতে ভ্যান শ্রমিক শুকুরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ কাউকে আটক করেনি। থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, "শুকুরকে হত্যার কোন অভিযোগ পাওয়া যায়নি। অপমৃত্যু মামলা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে তা নিশ্চিত করতে লাশের পোষ্টমর্টেম করতে দেওয়া হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৭