চাঁপাইনবাবগঞ্জে ভিজিডি কার্ডের তালিকায় অনিয়মের প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা ও শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ৯জন মেম্বারকে হত্যার হুমকী দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি উল্লেখ করে ইতিমধ্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই উনিয়নের ৯জন ওয়ার্ড সদস্য।
অভিযোগে জানা গেছে, চেয়ারম্যান ফয়েজ উদ্দিন সকল ইউপি সদস্যদের নিয়ে গত বছরের ২২ ডিসেম্বর ইউপি পরিষদ চত্বরে ভিজিডি কার্ড তৈরির জন্য একটি সভা আহবান করেন। উক্ত সভায় ভিজিডি কার্ডের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলেন ৯ ইউপি সদস্য। এক পর্যায়ে চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের সাথে ইউপি সদস্যদের মধ্যে কথাকাটা শুরু হয়। একপর্যায়ে চেয়াম্যান ফয়েজ উদ্দিন উত্তেজিত হয়ে ওই সকল ইউপি সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়। এছাড়া পরদিন চেয়ারম্যান ইউপি চত্বরে প্রকাশ্যে ৯ ইউপি সদস্যদের গুলি করে হত্যা করবে বলে হুমকী দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ৯ জন ইউপি সদস্যের জাল স্বাক্ষর করে ভিজিডি কার্ডের তালিকা প্রস্তুত করেছেন। অন্যদিকে গত বছরের পহেলা ডিসেম্বর থেকে সকল প্রকার বরাদ্দকৃত সুযোগ সুবিধা থেকে ওই সদস্যদের বঞ্চিত করেন চেয়ারম্যান। এমনকি ইউপি ভবনের একটি পরিত্যক্ত টিনসেডের ঘর নিলাম বিক্রয় করে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি ভিত্তিহীন, ইউপি সদস্যরা তাকে হয়রানী করার জন্য মিথ্যা অভিযোগ করছেন।
বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৭