কুড়িগ্রাম সদর উপজেলার আগমনী বাজারে মিনিবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী ছবর আলী (৫১) নামে একজন ব্যাক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত সাইকেল আরোহী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা।
কুড়িগ্রামে থেকে ছেড়ে আসা রংপুরগামী মিনিবাসটি নিহত ছবর আলীকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ছবর আলীর লাশ রাজারহাট থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৮