“শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন” এই শ্লোগানে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উন্নয়ন মেলা উপলক্ষে বর্ন্যাঢ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্যালয়ের কাছে থেকে শুরু করে র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শহীদ সামছুজোহা পার্কে এসে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিস সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান মেহেরপুর পৌরসভার মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও মেহেরপুর সরকারী মহিলা কলেজ, সরকারী বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ, জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন র্যালীতে অংশ গ্রহন করে।
বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২০