কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জুয়া খেলার অপরাধে ৫ জুয়াড়িকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আজ দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, আলতাব হোসেন (২২), সাদ্দাম হোসেন (২১), সামিউল ইসলাম (২৬), আইয়ুব আলী (৩২) মাহবুর রহমান (২২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন তালুকদার জানান, দণ্ডবিধি ১৮৬৭ এর ৪ ধারা মতে জুয়াড়িদের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার