কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আলী আহমদের ছেলে।
চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার জানান, ২০০২ সালের একটি মাদক মামলায় আদালত ফিরোজের বিরুদ্ধে দুই বছরের সাজা দেয়। দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার