সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার থেকে বগুড়া জিলা স্কুল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। মেলা উপলক্ষ্যে সকাল ১০টায় বগুড়া জিলা স্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহন করেন, বগুড়া-০১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও কর্মীরা।
২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও বিশেষ উদ্যোগ সমূহ জনগণের মাঝে ব্যাপক প্রচারের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মেলায় সরকারি, বেসরকারি ও বিভিন্ন এনজিও সংস্থার শতাধিক স্টল রয়েছে। এছাড়াও মেলায় প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ