সোমবার সকালে উন্নয়ন মেলা উপলক্ষে জেলা প্রশাসসেন উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে নেতৃত্ব দেন রেল মন্ত্রণালয়ের সচীব মো: ফিরোজ সালাউদ্দিন। এ সময় অন্যান্যোর মধ্যে লালনিরহাট জেলা প্রশাসক আবুল ফায়েজ মো: আলাউদ্দিন খান, লালমনিরহাট রেল বিভাগের বিভাগীয় ম্যানেজার নাজমুল ইসলাম, পুলিশ সুপার এস এম রশিদুল হক।
র্যালিতে জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। র্যালিটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। উল্লেখ্য, সারাদেশের ন্যায় ৯ জানুয়ারি থেকে ১১জানুয়ারি পর্যন্ত শহরের মুক্তমঞ্চে ৩ দিনব্যাপী মেলাটি চলবে।
বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন