“উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। এর আগে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে ৮৭টি স্টল বসানো হয়েছে। আগামী ১১ জানুয়ারি এ মেলা সমাপ্ত হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ