“উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র” -শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে উন্নয়ন মেলা-২০১৭ শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
বিকেল ৩টায় দিনাজপুর জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
মেলায় জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৭০টি স্টল অংশগ্রহণ নিয়েছে।
শোভাযাত্রায় পুলিশ সুপার মো. মাহফুজ জামান আশরাফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিক ইমাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রাব্বি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, দিনাজপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ