বাগেরহাটের শরণখোলায় অপহৃত কলেজছাত্রী ফাতেমা তুজ জোহরা শান্তাকে উদ্ধার করা হয়েছে। অপহরণের তিন দিন পর সোমবার দুপুরে শরণখোলা থানা পুলিশ ঢাকার টঙ্গী এলাকা থেকে তাকে উদ্ধার করে। এদিকে শান্তা অপহরণের প্রতিবাদে উপজেলা সদর রায়েন্দা বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, অপহৃত শান্তাকে সোমবার দুপুর ১২টার দিকে মোবাইল ট্রাকিং করে টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শান্তাকে উদ্ধার করে। এসময় অপহরণকারীরা পালিয়ে যায়।
গত ৬ জানুয়ারি রাতে রায়েন্দা বাজারের পিংকি হোটেলের মালিক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সবুর আকন এবং তার ছেলে সজীব আকনের নেতৃত্বে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী একই বাজারের ব্যবসায়ী দুলু গাজীর মেয়ে ফাতেমা তুজ জোহরা শান্তাকে অপহরণ করে। এসময় তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে দুলু গাজী ও তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম গুরুতর আহত হন। শান্তা পিরোজপুর মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
রায়েন্দা বাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, দুুলু গাজী রায়েন্দা বাজারের একজন ব্যবসায়ী। সে কারণে ঘটনার প্রতিবাদে বাজারে ধর্মঘট পালন করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ