কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ট্রেনের ধাক্কায় সিএনজি চালক নিহত ও চার যাত্রী গুরুতর আহত হয়েছে।
সোমবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগ্রামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত চালক বিল্লাল হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য-জেলখানা বাড়ি এলাকায় কোনো রেল গেইট নেই। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।