সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামী এনামুল হক (৩০)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। অভিযোগ প্রমান না হওয়া চারজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত এনামুল হক সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারান্দিয়া গ্রামের হাবিবর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে এনামুলের সাথে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার নুর আলমের মেয়ে কল্পনা খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকেই দু'জনের মধ্যে কলহ চলছিল। এরই জের ধরে ২০১১ সালে ১৮ মে এনামুল ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার পর ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের চাচা রফিকুল ইসলাম বাদী হয়ে এনামুলসহ ৬জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ