বগুড়ার নন্দীগ্রাম-পন্ডিতপুকুর সড়কের নন্দীগ্রাম উপজেলার তেঘর নামক স্থানে বাসের ধাক্কায় আল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। সে নওগাঁ জেলার রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র। সোমবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে নন্দীগ্রাম থেকে পন্ডিতপুকুর যাওয়ার পথে একটি বাস বিপরীতগামী একটি মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেল আরোহী মিলন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন রানীনগর থেকে মটরসাইকেলযোগে নন্দীগ্রাম যাচ্ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ