মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুলিয়া গ্রামে সোমবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত ও পাচঁটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে পাঁচ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ৩৫ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে।
এলাকাবাসী রিপন বিশ্বাস জানান, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজান শিকদার ও অপর আওয়ামী লীগ নেতা টুকু শিকদারের মধ্যে দীর্ঘদিন নেতৃত্বের দ্বন্দ চলছিল। এই দ্বন্দ্বের এক পর্যায়ে ঘোড়দৌঁড় আয়োজন নিয়ে সোমবার সকাল ১০ টার দিকে দু'পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হামলা-পাল্টা হামলায় ১০ জন আহত হয়। মিজান শিকদার ও টুকু শিকদারের বাড়িসহ পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩৫ রাউন্ড ফাকা গুলিবর্ষণ করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ