চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি গরু ব্যবসায়ী বকুল মন্ডল (৩০) নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে, বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। এ সময় ঘটনাটি তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, গত ৭ জানুয়ারি শনিবার ভোররাতে দামুড়হুদার ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি গরু ব্যবসায়ী বকুল মন্ডল নিহত হন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ওইদিনই বিএসএফকে পত্র দেয় বিজিবি। ফলে ভারতীয় ১১৩ বিএসএফ ব্যাটালিয়ন পতাকা বৈঠকের আয়োজন করে। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ, ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মো. জসিম উদ্দিন ও ভারতের পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় বিএসএফ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ