বরিশালের বাবুগঞ্জে পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী হত্য-ধর্ষণসহ ২১ মামলার পলাতক আসামি জাহিদ বেপারী ওরফে চান্দা জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় বাবুগঞ্জের গড়িয়ারপাড় এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জাহিদ ছাতিয়া গ্রামের মৃত আব্দুল কাদের বেপারীর ছেলে।
এদিকে জাহিদের অপর সহযোগী সোহাগ এখনও ২৫টি মামলার হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে জাহিদের গ্রেফতারের খবরে তার বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, জাহিদকে আটকের খবর বাবুগঞ্জে ছড়িয়ে পড়লে রাতে মাধবপাশা ইউনিয়নের হিজলার পোল বাজারে ঝাড়ু ও জুতা নিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মিছিলে উপজেলার ছাতিয়া, হিজলা ও বকশির চর এলাকার সহস্রাধিক ভুক্তভোগী অংশ নেয়।
ওসি আরো জানান, সন্ত্রাসী জাহিদের বিরুদ্ধে বিমানবন্দর ও বাবুগঞ্জ ছাড়াও বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, লুটতরাজ ও অঙ্গহানীসহ কমপক্ষে ২১ মামলা এবং ২ শতাধিক অভিযোগ রয়েছে। একইভাবে সন্ত্রাসী সোহাগের বিরুদ্ধেও ২৫ মামলা থাকায় সে পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।