লক্ষ্মীপুরে পৌর শহরের মজুপুর এমদাদ উল্লাহ পাটোয়ারী সুপার মার্কেটে অবস্থিত তাহের ওয়েস্ট কটন মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ২ টার দিকে মেশিন চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ কটন মিল মালিক মো. রাসেল।
রাসেল বলেন, কারখানার ৩টি মেশিনে ২০ জন শ্রমিক কাজ করছিল, হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারনে একটি মেশিনে আগুন লেগে যায়। মুহুর্তেই অন্যান্য মেশিনেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা সকলে দ্রুত বের হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলেএসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে কারখানার তিনটি মেশিন পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, যান্ত্রিক ত্রুটি নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ