কুড়িগ্রামের রৌমারী যাদুরচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের বাসভবনে ডাকাতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের দাবিতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা আজ সকাল ১১টার দিকে যাদুরচর বাজারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, যাদুরচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, কলাবাড়ি বিবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, প্রভাষক শফিকুল ইসলাম, স্থানীয় আ. লীগ সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বক্তরা ডাকাতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার