বগুড়ার ধুনটে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় কালেরপাড়া গ্রামের মতি সেখের ছেলে মিলন সেখ (২৪) ও তার সহযোগী এলাঙ্গী গ্রামের বেলাল হোসেনের ছেলে স্বপন মাহমুদ (২০)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার কালেরপাড়া ও হুকুম আলী মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার এক রিকশাচালকের মেয়েকে মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে মিলন। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে মিলন।
গত বছরের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ের কথা বলে ওই ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে যায় মিলন। ওই রাতে নির্জন এক জায়গায় ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে মিলন। পরে ২৫ ডিসেম্বর সকালে মিলন ওই ছাত্রীকে কৌশলে বাবার বাড়িতে দিয়ে পালিয়ে যায়।
পরে ওই ছাত্রীর বাবা গ্রামের মাতবরদের ডেকে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। কিন্তু তিনি সুষ্ঠু বিচার না পেয়ে ২৮ ডিসেম্বর রাতে বাদী হয়ে মিলন ও তার দুই সহযোগীকে আসামি করে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই মিলন ও তার সহযোগীরা পলাতক ছিলো।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্ত ও মেয়েটিকে ডাক্তারি পরীক্ষায় ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে।