ঢাকা থেকে লঞ্চ যোগে পরিবারের সাথে বাড়ি ফেরার পথে সেলিনা আক্তার (১৭) নামে এক তরুণী নিখোঁজ হয়েছে। নিখোঁজ তরুণী বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের শিউলি বেগমের মেয়ে।
স্বজনরা জানান, শিউলি বেগম তার তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে শুক্রবার রাতে ঢাকার সদরঘাট থেকে বরিশালের গৌরনদীগামী এমভি মানসী লঞ্চে উঠেন। চাঁদপুর অতিক্রমকালে শিউলি বেগমের বড় মেয়ে সেলিনা আক্তার ঘুম থেকে উঠে লঞ্চের নিচ তলার টয়লেটে যায়। কিন্তু শিউলি বেগমের ঘুম ভাঙ্গার পর মেয়েকে না দেখে পাশের লোকজনকে জানান। তারা জানান, তার মেয়ে টয়লেটে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেলিনা ফিরে না আসায় তার মা লঞ্চের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেলিনার কোন সন্ধান পাননি। সেলিনার কোন সন্ধান না পেয়ে তার মা পাগলপ্রায়।
গৌরনদী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, এমভি মানসী লঞ্চের স্টাফদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার