কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টর্গাড। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার ভোরে গোপন সংবাদে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার সাব লে: এম ফিরোজ আহাম্মদের নেতৃত্বে একদল কোস্টর্গাড সদস্য নাফনদীতে টহল কালে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকায় কয়েকজন লোকের অবস্থান দেখে তাদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। তবে পরিত্যাক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধার করে তাতে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানায়।
উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোস্টর্গাড চট্রগ্রাম জোনাল কমান্ডার উমর ফারুক।