অপমান সইতে না পেরে ঝিনাইদহ সদর উপজেলার ওমর আলী সোহাগ নামে এক স্থানীয় সাংবাদিকের মা লুতফন নেছা (৫০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি সদর উপজেলার গান্না গ্রামের মৃত ওসমান আলী মন্ডলের স্ত্রী। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, গতকাল রবিবার সাংবাদিক সোহাগের মা লুতফন নেছা ঝিনাইদহ আদালতে ছেলের জামিনের জন্য আসে। কিন্তু তার জামিন না হওয়ার এলাকার লোক বিভিন্নভাবে কটুক্তি করে এবং তার ছেলে কোনদিন জামিন পাবে না বলে ভুল বুঝানো হয়। এই অপমান সইতে না পেরে নিজ বাড়িতে রবিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ঝিনাইদহ গান্না বাজার থেকে স্থানীয় দৈনিক বীরদর্পন পত্রিকার সাংবাদিক ও কেসি কলেজের ছাত্র ওমর আলী সোহাগকে ষড়যন্ত্রমুলকভাবে ১০২ পিছ ইয়াবা দিয়ে ডিবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর তার পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ আদালত থেকে জামিনের জন্য চেষ্টা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার